এবারের ঈদুল ফিতরে দীর্ঘ ছুটি। তাই একদিকে ঈদ আনন্দ, অন্যদিকে কর্মব্যস্ততা থেকে কিছুটা অবসর। প্রায় সবাই এই সময়টাতে পরিবারের সঙ্গে কাটান। আর পরিবারের সঙ্গে কাটানো মানে হরেক রকমের খাবার আয়োজন, আনন্দ আড্ডা ও ঘোরাঘুরি। দেশের অন্যান্য জায়গায় ঘোরাঘুরির জন্য বিভিন্ন পর্যটন স্পট থাকলেও রাজধানীবাসীর জন্য চিড়িয়াখানা, পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোই ভরসা। তাইতো ঈদ ঘিরে ছোটোদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ছোটদের চিড়িয়াখানা, পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো। যদিও জাতীয় শিশু পার্ক এখনো খোলেনি। কিন্তু অন্যান্য ছোটো ছোট পার্ক ও চিড়িয়াখানায় ঈদের দিন দ্বিতীয় ছিল উপচে পড়া ভিড়। রাজধানীর চিড়িয়াখানা ও শিশুমেলা ঘুরে সেইসব আনন্দ-ভিড়ের ছবি ফ্রেমবন্দী করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।