Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানা হাজতে ধর্ষণের অভিযোগে আটক যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ২৩:১৮

প্রতীকী ছবি

ভোলা: থানায় ধর্ষণের অভিযোগে আটক মোহাম্মদ হাসান (২০) নামের এক আসামি আত্মহত্যা করেছে। সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ভোলার সদর মডেল থানা হাজতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আত্মহত্যা করা হাসান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার ঈদের দিন দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসানের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। গৃহবধূ প্রতিবেশী মো. হাসানের ঘরের ফ্রিজে মাংস রাখতে গেলে গৃহবধূকে ধর্ষণ করে। এ অভিযোগ তুলে এলাকাবাসী হাসানকে ধরে এনে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসানকে আটক করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পরে তাকে রাত ৮টার দিকে থানা-হাজতে নিয়ে যায়। সেখানে রাত ১২টার দিকে হাজতখানায় থাকা জায়নামাজ গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, গতকাল রাত সাড়ে ১১টার পর টয়লেটে গিয়ে হাসান গলায় ফাঁস দেয়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

আত্মহত্যা আসামি থানা হাজত ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর