Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ০১:৫০

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিলজানি বাজারে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ময়েন শেখ (৬০) খোকসা থানার শিমুলিয়া গ্রামের মৃত চতুর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বিলজানি বাজারের ওপর একটি পাখি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক সাবির হুসাইন (২৬) নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ময়েন শেখকে ধাক্কা দিলে তিনি গুরুত্ব আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়েন শেখকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে মোটরসাইকেল চালক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি ছিলেন। পথচারীর মৃত্যুর খবর জানার পর তিনি সেখান থেকে পালিয়ে যান। চালক সাবিব হুসাইন উপজেলার যদুবয়ড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘এটি হাইওয়ে থানার আওতাধীন একটি ঘটনা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এস আই জয় দেব কুমার শর্মা বলেন, ‘তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং ভুক্তভোগী পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/পিটিএম

কুষ্টিয়া পথচারী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর