Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগ-ছাত্রলীগের হামলায় আহত বিএনপি নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ০৯:১৩

আহত বিএনপি নেতা জাকির হোসেন।

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে জাকির হোসেন (৪৭) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে একই উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের ফিরিঙ্গি পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাকির হোসেন ওরফে আলো নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি তার বাড়িতে দলের সিনিয়র নেতা-কর্মীদের জন্য প্রীতিভোজের আয়োজন করে। খাওয়া শেষে জাকির জেলা শহর মাইজদী থেকে বাড়ির উদ্দেশ্যে আসার পথে রাত ৯টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর ফিরিঙ্গি পোল এলাকায় পৌঁছলে অতর্কিত এসে যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের মোটরসাইকেল আটকানোর জন্য ব্যারিকেড দেয়। এরপর বিএনপি নেতা জাকিরকে মারধর করে রাস্তার পাশে ক্ষেতে নিয়ে যায়। সেখানে একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আরাফাত আহমেদ দিপুকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবলীগ নেতা পিয়াস ও বাবুল মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন বাবুল বলেন, পূর্বপরিকল্পিতভাবে বিএনপি নেতা জাকিরকে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে কুপিয়ে জখম করে। আহত বিএনপি নেতা জাকিরের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম বলেন, ‘যুবলীগ নেতা পিয়াস-বাবুলের নেতৃত্বে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ এ হামলা চালায়। খবর পেয়ে আমি হাসপাতালে যাই। তবে আহত বিএনপি নেতা জাকির হোসেন হামলাকারী যুবলীগ নেতা পিয়াসের কথা বলেছেন।’

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমপি

আহত বিএনপি নেতা যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর