Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১০:১২ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৪:০৮

সকালে বেগম খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘুরে বেড়িয়েছেন তারেক রহমান।

ঢাকা: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘুরলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২ এপ্রিল) সকালে বিএনপির মিডিয়া সেলের হোওয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কের ফুটপাথে ঘুরাচ্ছেন। পাশেই তারেক রহমান তার পরিবারসহ হাটছেন। সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শেয়ার করা এই ভিডিওটা কবেকার, সেটা জানা যায় নি। তবে , ধারণা করা হচ্ছে ঈদের তৃতীয় দিন মঙ্গলবার (১ এপ্রিল) লন্ডনের স্থানীয় একটি পার্কে পরিবারসহ ঘুরতে যান তারেক রহমান। সেখানে মা’ খালেদা জিয়াকে নিয়ে যান তিনি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। ৮ জানুয়ারি হিথ্রো বিমান বন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সোজা লন্ডনের ঐতিহ্যবাহী এবং প্রাচীন চিকিৎসা কেন্দ্র ‘দ্যা লন্ডন ক্লিনিকে’ ভর্তি হন তিনি। টানা ১৮ দিন চিকিৎসা শেষ ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে তারেক রহমানের লন্ডনের বাসায় ফেরেন খালেদা জিয়া। এই মুহূর্তে তিনি তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। ডা. এজেডএম জাহিদ হোসেনের ভাষ্যমতে, শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছেন খালেদা জিয়া। সব কিছু ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝ দেশে ফিরবেন তিনি।

সারাবাংলা/এজেড/এমপি

তারেক রহমান বেগম খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর