ভারতে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ২১
২ এপ্রিল ২০২৫ ১২:১৬ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৪:০৮
ভারতের গুজরাটে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। এ ছাড়া ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন বলে জানা গেছে। সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে গুদামটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভবনের একাংশ ভেঙে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান অনেকে।
গুদামটিতে অবৈধভাবে আতশবাজি তৈরি ও মজুত রাখা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে কারখানার শ্রমিকেরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ওই গুদামের একটা অংশে শ্রমিকেরা তাদের পরিবার নিয়ে থাকতেন।
বানাসকণ্ঠ জেলার পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু করা হয়। এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বাজি তৈরির কাজ চলার সময়ই বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একটি স্ল্যাব ধসে পড়ে ২৩ জন মারা যান। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।
সারাবাংলা/এমপি