নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমার সময় বাড়ল
২ এপ্রিল ২০২৫ ১২:৪৯ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৪:৩৫
ঢাকা: নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়ে ১৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) কমিশনের প্রধান শিরীন পারভিন হক এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কমিশনের কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিরীন পারভিন হক সারাবাংলাকে বলেন, ‘আমরা ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেব বলেছিলাম। সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ মার্চ। সে অনুযায়ী সব কাজ করা হয়েছে। কিন্তু এরইমধ্যে কমিশনের মেয়াদ এক মাস বৃদ্ধি করা হয়েছে। তাই আমরা ৩০ মার্চ প্রতিবেদনটি আর জমা দিইনি।’
তিনি জানান, প্রতিবেদনটি জমা দিতে আমরা ১৯ এপ্রিল পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়ে নিয়েছি। সবকিছু ঠিক থাকলে সেদিনই প্রতিবেদনটি জমা দেব।
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ সম্পর্কে জানতে চাইলে শিরীন পারভিন হক বলেন, ‘কী কী সুপারিশ আমরা করছি, সে বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। তবে নারীর প্রতি সকল ধরনের বৈষম্যমূলক আইন বাতিলের বিষয়ে আমাদের সুপারিশ থাকবে।’
তিনি জানান, বর্তমান, মধ্য ও দীর্ঘমেয়াদি এ তিন ধরনের সুপারিশ রাখা হয়েছে সংস্কার প্রস্তাবনায়। যেসব সুপারিশ অন্তর্বর্তী সরকারের আমলেই বাস্তবায়ন করা সম্ভব- সেগুলো বর্তমান মেয়াদি; আর যেগুলোর বিষয়ে বর্তমান সরকার ঘোষণা দিতে পারবে, কিন্তু বাস্তবায়ন করবে পরবর্তী নতুন নির্বাচিত সরকার- সেগুলো মধ্যমেয়াদি এবং অবশিষ্টগুলো দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করতে হবে।
অন্তর্বর্তী সরকার গঠিত মোট ১১টি সংস্কার কমিশনের একটি হচ্ছে নারীবিষয়ক সংস্কার কমিশন। সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গত ১৮ নভেম্বর এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে মোট ১০ সদস্যের নাম উল্লেখ ছিল।
তারা হলেন- শিরীন পারভিন হক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (অবৈতনিক) নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা ও একজন শিক্ষার্থী প্রতিনিধি।
কমিশনের কার্যপ্রক্রিয়াতে বলা হয়েছিল, কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তবে অন্যান্য সংস্কার কমিশনের সঙ্গে এই কমিশনের মেয়াদও একাধিকবার বৃদ্ধি করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় আবার পেছানো হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময়।
সারাবাংলা/এফএন/ইআ