Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার জামিননামা কারাগারে


২৪ জুন ২০১৮ ১৯:০৩ | আপডেট: ২৪ জুন ২০১৮ ১৯:১৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিননামা কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৪ জুন) বিকেলে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত জামিননামা কারাগারে পাঠানোর আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদন মেসবাহ সারাবাংলাকে এসব তথ্য জানান।

এর আগে গত ১৬ মে আপীল বিভাগ ওই মামলায় জামিন বহাল রাখার আদেশ দেওয়ার পর এদিন (রোববার) দুপুরে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এবং মাসুদ আহমেদ তালুকদার জামিননামা ও তা দাখিলের অনুমতির আবেদন আদালতে জমা দেন।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান ওই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন।

সারাবাংলা/এআই/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর