Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষানুরাগী নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

সারাবাংলা ডেস্ক
২ এপ্রিল ২০২৫ ১৩:১৯ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৩:৫০

প্রয়াত নুরুল ইসলাম

চট্টগ্রাম ব্যুরো: দক্ষিণ চট্টগ্রামের খ্যাতিমান শিক্ষানুরাগী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২ এপ্রিল) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব গাটিয়াডেঙ্গায় প্রয়াতের গ্রামের বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পরিবার, আত্মীয়স্বজন এবং দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষিরা প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

প্রয়াতের পরিবারের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম। জীবিত অবস্থায় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে নিবিড়ভাবে জড়িত ছিলেন।

অনন্য অবদান রাখেন আলোকিত সমাজ বিনির্মাণে। নুরুল ইসলাম সাংবাদিক মিজানুল ইসলাম ও অ্যাডভোকেট মহিউল ইসলামের বাবা।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম মৃত্যুবার্ষিকী শিক্ষানুরাগী নুরুল ইসলাম সাতকানিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর