Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রিলিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১৩:৩০ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৯:২৭

অস্ট্রিলিয়ায় বাংলাদেশ হাইকমিশনার এফ.এম. বোরহান উদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।

ঢাকা: অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ.এম. বোরহান উদ্দিন, অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল মিজ স্যাম মোস্টান এসির কাছে তার পরিচয়পত্র উপস্থাপন করেছেন।

বুধবার (২ এপ্রিল) পরিচয়পত্র উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গর্ভনর জেনারেলের অফিসিয়াল সেক্রেটারি গেরাল্ড মার্টিন পি এস এম ও অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রীর প্রতিনিধি মিজ ক্যাটরিনা কুপার, ডেপুটি সেক্রেটারি, হাইকমিশনের কর্মকর্তারা এবং অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

পরিচয়পত্র পেশ শেষে তারা সংক্ষিপ্ত আলোচনায় বসেন। সেখানে দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াবলী আলোচিত হয়। গভর্নর জেনারেল হাইকমিশনারকে অভিনন্দন জানান ও তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

হাইকমিশনার গভর্নর জেনারেলকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। একইভাবে গভর্নর জেনারেল বাংলাদেশ রাষ্ট্র ও সরকার প্রধানকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। অস্ট্রেলিয়াতে হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে এফ.এম. বোরহান উদ্দিন ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/জেআর/এমপি

পরিচয়পত্র বাংলাদেশের হাইকমিশনার এফ.এম. বোরহান উদ্দিন

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর