Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১৩:৫৮

নীলফামারী: নীলফামারীর ডোমারে মাছের হ্যাচারি থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী চৌধুরী পাড়ার একটি হ্যাচারি থেকে মরদেহ ‍উদ্ধার করা হয়।

মাছচাষি মতিয়ার রহমান জানান, সকালে হ্যাচারিতে মাছের খাবার দিতে গেলে নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

ডোমার নবজাতকের মরদেহ নীলফামারী মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর