Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাটা সেন্টারের নিরাপত্তায় চুক্তি


২৪ জুন ২০১৮ ১৯:১০

।। সারাবাংলা করেসপন্ডেন্ট।।

ঢাকা: ই-জিপি ডাটা সেন্টারের নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা নিশ্চিত করতে চুক্তি করেছে সেন্টাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। রোববার (২৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের সিপিটিইউ এর সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।

গত বছরের মাঝামাঝিতে সিপিটিইউ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জাতীয় ডাটসেন্টারে উচ্চ ক্ষমতার ডাটা সেন্টার স্থাপন করেছে। যার ফলে ই-জিপি সিস্টেমের পরিচালন দক্ষতা আগের চেয়ে অনেক বেড়ে যায়। বিসিসি ওই ডাটা সেন্টার স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা দেওয়ার মাধ্যমে সিপিটিইউকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে। বর্তমানে স্বাক্ষরিত সমঝোতার মাধ্যমে ই-জিপি ডাটা সেন্টারের নিরাপত্তা, কানেকটিভিটি, ওয়েব সার্ভিস, অবস্থাগত দায়দায়িত্ব, বিরোধ নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে উভয় পক্ষের দায়িত্ব আরও সুনির্দিষ্ট করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে স্থাপিত ই-জিপি ডাটা সেন্টার ছাড়াও সিপিটিইউ ভবনেও আরেকটি ই-জিপি ডাটা সেন্টার ব্যাক-আপ হিসেবে কাজ করছে। বিশ্বব্যাংকের সহযোগিতায় ডাইমেপ প্রকল্পের আওতায় সিপিটিইউ দেশে ই-জিপি বাস্তবায়ন করছে।

সরকারি ক্রয় প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তি ভিত্তিক ই-জিপি একটি দ্রুত বর্ধিষ্ণু ইলেকট্রনিক সিস্টেম। ২০১১ সালে প্রবর্তনের পর এখন পর্যন্ত মোট ১৩১৯টি সরকারি ক্রয়কারী সংস্থার মধ্যে ১২২৪টিরও বেশি ই-জিপিতে যুক্ত হয়েছে।

সারাবাংলা/জেজে/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর