Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় কয়েলের আগুনে ভষ্মীভূত দিনমজুরের ঘর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১৫:২৮ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৬:৩৭

ভুক্তভোগী দিনমজুরকে নগদ টাকা, চাল, বিছানার জন্য কম্বল বিতরণ।

নাটোর: জেলার সিংড়ায় কয়েলের আগুনে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে দিনমজুর সুলতান আহমেদের।

মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে শেরকোল ইউনিয়নের পুঠিমারি নদীর উত্তরপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, গবাদিপশুসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

মশার কোয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

খবর পেয়ে বুধবার (২ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ টাকা ও চাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে দিনমজুর সুলতান আহমেদের একটি ঘরসহ আসবাবপত্র, নগদ টাকা পুড়ে গেছে। সেখানে গিয়ে নগদ টাকা, চাল, বিছানার জন্য কম্বল দিয়েছি। পরবর্তীতে টিন দেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

অগ্নিকাণ্ড দিনমজুরের বাড়িতে আগুন