এবার প্রকাশ্যেই ইসরায়েলের ধ্বংস চাইলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
রোববার (৩০ মার্চ) ঈদের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করার সময় প্রকাশ্যেই ইসরায়েলের ধ্বংস চেয়েছেন এই তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ানের এই নজিরবিহীন মন্তব্যের পর আতঙ্কিত হয়ে পড়েছেন ইসরায়েলিরা।
বিশ্লেষকরা বলছেন, এরদোয়ান ক্রমেই তেল আবিবের জন্য হুমকি হয়ে উঠছেন। তুরস্ক থেকে জেরুজালেম। পুরো অঞ্চলই ছিল তুর্কি খিলাফাতের অধীনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তুর্কি সেই খিলাফতের পতন হয়। এরপর আঙ্কারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে এরদোয়ান তুরস্কের দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি আর সামরিক শক্তিতে, আঙ্কারা এখন বিশ্বের অন্যতম শীর্ষ একটি দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই তুরস্কের প্রেসিডেন্টই যখন প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংস কামনা করছেন, তখন তেল আবিবের সঙ্গে আঙ্কারার সামরিক সংঘাত অপরিহার্য হয়ে উঠেছে।
এদিকে, গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে হঠাৎ পতন ঘটে দামেস্কের। বিদ্রোহীরা বাশার আল আসাদের সুসজ্জিত সিরীয় সামরিক বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করে। আর এর পেছনে কলকাঠি নাড়ে তুরস্ক। ওই পর্যন্ত সবই ঠিক ছিল। কারণ সিরিয়ায় বাশার আল আসাদের পতন ঘটায় ইরান যেমন এই অঞ্চলে দুর্বল হয়ে পড়ে। তেমনি সিরিয়ায় ফাঁকা মাঠ পেয়ে দীর্ঘদিন ধরে নজর থাকা কৌশলগত গোলান মালভূমিও ইসরায়েলের হস্তগত হয়।
তবে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে তুরস্কের এমন সম্পর্ক ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে। দুই দেশ এখন অর্থনৈতিক ও সামরিক চুক্তি করছে। সিরিয়ার মাটিতে স্থায়ী অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে চাচ্ছে তুরস্ক। এ নিয়ে তোড়জোড়ও শুরু করেছে আঙ্কারা। তারা সিরিয়ার কৌশলগত তিয়াস বিমানঘাঁটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। টি-৪ নামে পরিচিত এই ঘাঁটিতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে চান এরদোয়ান।
যদি এই দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয় তাহলে দামেস্ককে সামরিক সহায়তা দেবে তুরস্ক।