দেশে নদ-নদীর সংখ্যা ১২৯৪, খসড়া তালিকা প্রকাশ
২ এপ্রিল ২০২৫ ১৬:৫৪ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৯:২৬
ঢাকা: দেশে বর্তমানে এক হাজার ২৯৪টি নদ-নদী রয়েছে । সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ এ তথ্য জানিয়েছে।
এ খসড়া তালিকাটি বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে। তালিকায় নদ-নদীর নাম, বিভাগ, জেলা, উপজেলা, উৎস এবং পতন স্থান, দৈর্ঘ্য এবং স্থানীয় নাম উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত ”বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা” শীর্ষক গ্রন্থে নদ-নদীর একটি সংখ্যা প্রকাশ করা হয়েছিলো। সেখানে উল্লেখ ছিল , দেশে শাখা-প্রশাখাসহ প্রায় ১,০০৮ টি নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২২,১৫৫ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশনের এই পরিসংখ্যাণ নিয়ে বেশ বিতর্ক ছিল।
এবার ২০২৫ সালে এসে নতুন পরিসংখ্যান জানালো পানি সম্পদ মন্ত্রণালয়।
একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নদ-নদীর সংখ্যা নির্ধারণের জন্য বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া তালিকা পুনরায় যাচাই করে হালনাগাদ করা হয়েছে। এই হালনাগাদ তালিকা www.mowr.gov.bd, www.bwdb.gov.bd, www.nrcc.gov.bd এবং www.cegisbd.com ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যদি এ খসড়া তালিকায় কোনো সংযোজন, বিয়োজন বা সংশোধন থাকে, তবে সংশ্লিষ্ট তথ্য এবং মতামত আগামী ৭ এপ্রিলের মধ্যে [email protected] বা [email protected] ই-মেইল ঠিকানায় অথবা ডাকযোগে (পরিবীক্ষণ ও বাস্তবায়ন-১ শাখা, উন্নয়ন অনুবিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) পাঠাতে অনুরোধ করা হলো।
কোনো ধরণের সংযোজন থাকলে পরিসংখ্যানে কিছুটা পরিবর্তন আসতে পারে। তখন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
সারাবাংলা/এফএন/এসআর
খসড়া তালিকা নদ-নদী নদ-নদীর সংখ্যা ১২৯৪ পানি সম্পদ মন্ত্রণালয়