ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি
২ এপ্রিল ২০২৫ ১৭:১১ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ২০:৫৭
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার (১ এপ্রিল) এই ঘটনা ঘটে।
ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তানের পক্ষ থেকে প্রথমে হামলা চালানো হয়, যার জবাবে ভারতীয় সেনারা সংযত এই প্রতিক্রিয়া দেখায়।
তারা আরও দাবি করে, মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।
এক ভারতীয় সেনা কর্মকর্তা জানান, পাকিস্তানের এই আক্রমণের পর পরিকল্পিত ও নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় বাহিনী। তিনি বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছি।’
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে। তবে তারা দুই দেশের সামরিক বোঝাপড়া ও চুক্তিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় থাকে।
সারাবাংলা/এসডব্লিউ