Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে সংখ্যালঘুদের সঙ্গে আচরণের ব্যাপারে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া আছে: দেবপ্রিয়

আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২৫ ১৭:২৯ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৭:৩৩

দেবপ্রিয় ভট্টাচার্য।

বাংলাদেশে সংখ্যালঘুদের আচরণ নিয়ে মন্তব্য করার আগে ভারত সরকারকে নিজের দেশের সংখ্যালঘুদের সঙ্গে আচরণও পর্যালোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং পাবলিক পলিসি বিশেষজ্ঞ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণের বিষয়ে ভারত যখন মন্তব্য করবে, তখন তাকে অবশ্যই স্বীকার করতে হবে যে, ভারতের নিজের সংখ্যালঘুদের সঙ্গে আচরণের ব্যাপারে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া রয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত ফ্রন্টলাইন ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে দেবপ্রিয় ভট্টাচার্য ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

গত কয়েক বছরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শংকর বলেন, ২০২৪ সালে বাংলাদেশে দুই হাজার ৪০০টি সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে এবং ২০২৫ সালে এই সংখ্যা ৭২টি।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের সংখ্যা বিভিন্নভাবে গণনা করা হতে পারে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বাংলাদেশের আইন-শৃঙ্খলার অবনতির কারণে ওই সময়ে পরিস্থিতি অস্থিতিশীল ছিল। নিয়মিত বাহিনীর সঙ্গে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি এরপরেও অস্থির ছিল।

তিনি জানান, বাংলাদেশের অনেক হিন্দু সংখ্যালঘু ঐতিহাসিকভাবে আওয়ামী লীগকে সমর্থন করতো এবং কখনো কখনো আক্রমণগুলো ধর্মীয় বিশ্বাসের কারণে নয়, বরং রাজনৈতিক পরিচয়ের কারণে ঘটেছে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কিছু ক্ষেত্রে, এটা বলা কঠিন যে আক্রমণটি একটি হিন্দুকে তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে করা হয়েছিল, নাকি আওয়ামী লীগের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্কের কারণে।

বিজ্ঞাপন

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হিসেবে তিনি কতটা নিরাপদ বোধ করেন জানতে চাইলে দেবপ্রিয় বলেন, আমি হয়তো এর সেরা উদাহরণ নই। আমি দুইবার ভারতে শরণার্থী ছিলাম— প্রথমত ১৯৬০ এর দশকে দাঙ্গার পর ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এবং আবার ১৯৭১ সালে যুদ্ধের সময়। কিন্তু আমার বাবা-মা কখনো বাংলাদেশ ছেড়ে যাননি। আমি ফিরে এসেছি, আমার জন্মভূমিতে বিনিয়োগ করেছি এবং এখানেই আমার জীবন গড়ে তুলেছি। আমি আমার দেশের জন্য অবদান রাখার জন্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদ ত্যাগ করেছি।

দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আরও ভালো ভবিষ্যতের আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের একটি বড় অংশ এখনও ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার এবং সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এ ছাড়া তিনি বাংলাদেশের সংবিধানে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি পরিবর্তন করে ‘বহুত্ববাদ’ শব্দটি রাখার প্রস্তাব নিয়ে তিনি বলেন, এটি একটি প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

সারাবাংলা/ইআ

ড. দেবপ্রিয় ভট্টাচার্য ভারতের সংখ্যালঘু সংখ্যালঘু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর