Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিবাজ কিছু শিক্ষক ছাত্রীদের উপবৃত্তির টাকা মেরে দিচ্ছেন: উপ-প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ২০:৫৬

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার – (ফাইল ছবি)

ঢাকা: সরকার স্কুলের ছাত্রীদের উপবৃত্তির টাকা দিচ্ছে অনেক বছর ধরেই। গ্রামের অনেক সহজ সরল মানুষ এ বিষয়টা জানেই না। আর এর সুযোগ নিচ্ছেন কিছু দুর্নীতিবাজ শিক্ষক। ছাত্রীর অভিভাবকের বদলে তারা নিজের ফোনে উপবৃত্তির টাকা নিচ্ছেন। তারপর অনায়াসে এই টাকাটা মেরে দিচ্ছেন- বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (২ এপ্রিল) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, ‘সরকার স্কুলের ছাত্রীদের উপবৃত্তির টাকা দিচ্ছে অনেক বছর ধরেই। গ্রামের অনেক সহজ-সরল মানুষ বিষয়টা জানেই না। আর এর সুযোগ নিচ্ছেন কিছু দুর্নীতিবাজ শিক্ষক। ছাত্রীর অভিভাবকের বদলে তারা নিজের মোবাইল ফোনে উপবৃত্তির টাকা নিচ্ছেন। তারপর অনায়াসে টাকাটা মেরে দিচ্ছেন।’

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, ‘ঈদের ছুটিতে তিন দিন গ্রামে ছিলাম। অনেকেই অনেক সমস্যার কথা শেয়ার করেছেন। এর মধ্যে এ সমস্যার কথা শুনে রীতিমতো স্তম্ভিত।’

তিনি বলেন, ‘আমার পাশের গ্রামে একটা বালিকা বিদ্যালয় আছে। এ ধরনের অপকর্ম ধরা পড়ার পর এক শিক্ষিকা দাবি করছেন, ছাত্রীরা স্বেচ্ছায় স্কুলের উন্নয়ন তহবিলে এ টাকা দান করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করে এসেছি।’

সচেতন নাগরিকদের বিষয়টি নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপ-প্রেস সচিব লিখেছেন, ‘আপনারা যারা এখনো গ্রামে আছেন, আপনার পাশের স্কুলের খবর নিন। গ্রামের মানুষের সঙ্গে কথা বলুন। কোনো অপকর্মের হদিস পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। এ দুর্নীতি বন্ধ করতে আপনিও ভূমিকা রাখুন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আরএস

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব