Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানখেতে পানি দেওয়াকে কেন্দ্র করে কৃষককে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ২২:০৪

প্রতীকী ছবি

সাতক্ষীরা: ধানখেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আনারুল ইসলাম (৪৭) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) বেলা দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আনারুল সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে। গ্রেফতার দম্পতিরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের সুরেশ পাল ওরফে সুরেশ খোড়ার ছেলে লক্ষ্মণ পাল (৫০) ও তার স্ত্রীর নমিতা পাল (৪০)।

বিজ্ঞাপন

পুলিশও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কৃষক আনারুল ইসলাম শ্যালো মালিক লক্ষ্মণ পালের মেশিন থেকে পানি নিয়ে ধুলিহর সানাপাড়া এলাকায় আট কাঠা জমিতে বোরো ধান চাষ করেছেন। দুই/তিন দিন আগে থেকে তার জমিতে পানি সরবরাহ বন্ধ করে দেয় লক্ষ্মণ।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা একটার দিকে আনারুল ইসলাম জমিতে গিয়ে লক্ষ্মণ পালের কাছে তার জমিতে পানি দেওয়া বন্ধ করেছে কেন জানতে চায়। তখন বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে লক্ষ্মণ তার হাতে থাকা কাচি দিয়ে আনারুল ইসলামের বাম চোখে আঘাত করে। সেইসঙ্গে লক্ষ্মণের ছেলে জয় পাল ও স্ত্রী নমিতা পাল মিলে আনারুলকে বেদম মারপিট করে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ লক্ষণ পাল ও তার স্ত্রী নমিতা পালকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য লক্ষ্মণপাল ও তার স্ত্রী নমিতা পালকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম

অভিযোগ কৃষক টপ নিউজ ধানক্ষেত পানি পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর