Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ৬ বছরের শিশুর অস্ত্রোপচার সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১৮:৫০ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৮:৫৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছয় বছরের শিশুটির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাতেই শিশুটির অস্ত্রোপচার হয়।

বুধবার (২ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিশির কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

ডা. শিশির ঘোষ বলেন, ‘গত রাতে খুবই ক্রিটিক্যাল অবস্থায় পেয়েছিলাম শিশুটিকে। তাৎক্ষণিকভাবে শিশুটির অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে শিশুটি পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে।’

তিনি বলেন, ‘গুলিটি শিশুর পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। তার কিডনি, লিভার, পাকস্থলি ক্ষতিগ্রস্থ হয়েছে। সেগুলো রিপেয়ারিং করা হয়েছে। এখনও শিশুটির বিষয়ে কিছু বলা সম্ভব না। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারি বাড়ির উঠানে খেলার সময় গুলিবিদ্ধ হয় আবেদা। সেদিন রাতেই শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা করে তার স্বজনরা।

শিশু আবেদা আক্তারের মা আমেনা বেগম জানান, চন্দ্রগঞ্জ উপজেলার পূর্ব বশিকপুর এলাকায় তাদের বাড়ি। বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবেদা। গতকাল সন্ধ্যায় বাড়ির উঠানে খেলা করছিল আবেদা। এ সময় গুলিবিদ্ধ হয় সে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

লক্ষিপুরে গুলিবিদ্ধ ৬ বছরের শিশুর অস্ত্রোপচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর