Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১৯:০৯ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৯:৪৩

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমড়িয়া গ্রামে স্থানীয় মিরাজ ও নাজমুল পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মিরাজ ও নাজমুল পক্ষের লোকজনের বিরোধ চলছিল। সকালে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসা চলছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, মিরাজ ও নাজমুল পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সকালে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে, এতে উভয় পক্ষের লোকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

সারাবাংলা/এসআর

শান্তিগঞ্জ শান্তিগঞ্জে সংঘর্ষ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর