‘চিকিৎসকরা খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন’
২ এপ্রিল ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ২৩:১৩
ঢাকা: লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন বলে জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
বুধবার (২ এপ্রিল) সকালে লন্ডনে গণমাধ্যমকে তিনি একথা জানান।
জাহিদ হোসেন বলেন, ‘‘বুধবার (২ এপ্রিল) থেকে ম্যাডামের ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু হয়েছে। আজকে, কালকে, পুরশু- আগামী চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, উনার চিকিৎসকরা (লন্ডন ক্লিনিকের ডাক্তারগণ) বাসায় উনাকে দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য হয়ত উনাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকটি দিন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে, যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে।”
কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি বলেন, ‘‘ডাক্তার সাহেবরা যেসব পরীক্ষা করতে বলেছেন, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার ডাক্তাররা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কত দ্রুত উনি ছুটি দেওয়ার মতো অবস্থায় যেতে পারবেন।”
এখন কেমন আছেন জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, ‘‘ আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো। মাচ বেটার।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্কে ঘুরানো একটি ভিডিও প্রকাশের বিষয়টি ঠিক কিনা জানতে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘গতকাল (মঙ্গলবার) হুইল চেয়ারে করে জাস্ট উনাকে (খালেদা জিয়া) গাড়ি থেকে নামিয়ে ঘুরনো হয়েছিল। শীত কম ছিল, সেজন্য কিছুক্ষণ ঘুরানো হয়েছিল। একুট মন ভালো লাগার জন্য, উনাকে স্থানীয় একটি পার্কে (সাউথ-ওয়েস্ট ইনার লন্ডনে) গাড়ি থেকে নামিয়ে ঘুরানো হয়েছিল এই আর কি। পার্কের নানা রঙের ফুল-টুল-বাগান এগুলো দেখালে ম্যাডামের একটু ভালো লাগবে, এই চিন্তা করে এটা করা হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন যে, উনাকে একটু হাটাতে পারলে ভালো হয়। উনাকে যদি গাড়ির মধ্যে বসিয়ে ঘুরানোর চেষ্টা করতে পারো, এটাতে উনার মানসিক প্রশান্তির যেমন আসবে, শারীরিক সজীবতাও আসবে।”
তিনি বলেন, ‘‘এখানকার পার্কের ভেতরে তো গাড়ি চালানো যায়, গাড়ির আলাদা রাস্তা আছে। উনাকে গাড়িতে করে ঘুরাতে নিয়ে পার্কে কিছুক্ষণের জন্য নামানো হয়েছিলো গাড়ি থেকে হুইল চেয়ারে করে ফুলের বাগানের সাইট দিয়ে ঘুরানো হয়েছিলো। বাসার বাইরে নিয়ে ঘুরানোর জন্যই এটা করা হয়েছিল আর কি।”
সারাবাংলা/এজেড/এসআর