Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কিশোর প্রেমিকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১৯:৫৭

প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২ এপ্রিল) দুপুরে রাসেলের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাসেলের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেছে। তার একটি ছেলে সন্তানও আছে। দুপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল আত্নহত্যা করে। এ ঘটনায় প্রেমিকাকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেধে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

কিশোর প্রেমিক টাঙ্গাইল প্রেমিকের আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর