Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচনই একমাত্র গণতন্ত্র না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ২১:৪৮ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন। ছবি: সংগৃহীত

নওগাঁ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন বলেছেন, দেশের মানুষ আগে বিচার ও সংস্কার চায়। পরে চায় নির্বাচন চায়। দেশের আপামর জনসাধারণ হাসিনার বিচার চায় । যারা কেবল নির্বাচন চায়, তারা সংস্কার চায় না। তারা বিচারের কথা বলে না। নির্বাচন আমরা সবাই চাই। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচনই একমাত্র গণতন্ত্র না।

বুধবার (২ এপ্রিল) বিকেলে জেলার পত্নীতলায় উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির পত্নীতলা উপজেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

মনিরা শারমিন বলেন, ‘অভ্যুত্থানের আগে সবদলের নির্বাচন চাওয়া এবং অভ্যুত্থানের পরে সংস্কারবিহীন নির্বাচন চাওয়া কিন্তু একরকম নয়। সংস্কারবিহীন নির্বাচন মানে আরও একটি ফ্যাসিবাদ কায়েম করা। আরও একটি ফ্যাসিবাদের উত্থান হওয়া।’ এ সময় তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং মেয়াদসহ সরকার ও সংসদের বিভিন্ন দিক সংস্কারের দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম, জুলাই আন্দোলনে শহিদ ফাহমিদের মা, নাগরিক ঐক্যের প্রেসেডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান, ইসলামী আন্দোলন পত্নীতলা থানা শাখার সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন, সামাজ সেবক ডা. আবু ওবায়দা, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী মো. আতিকুর রহমান, সমাজ সেবক ও সংগঠক হাবিব সাত্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারুফ মোস্তফা, মোক্তারুল ইসলাম, রোভার স্কাউটের মাসুমুল হক সিয়াম, জামায়াত নেতা আক্তার ফারুক, নওগাঁ জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুর রহমান, বৈষম্য বরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার মাসরুর নাফি প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

এনসিপি টপ নিউজ মনিরা শারমিন যুগ্ম আহবায়ক