লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ জনের পরিচয় মিলল
২ এপ্রিল ২০২৫ ২৩:০৯ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ জনের পরিচয় মিলেছে। এর মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছেন।
বুধবার (২ এপ্রিল) রাতে নিহতদের পরিচয় নিশ্চিত করেন দোহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভরঞ্জন চাকমা।
নিহত ১০ জন হলেন- ঝিনাইদহের শৈলকুপা এলাকার দিলীপ বিশ্বাস (৪৩), তার স্ত্রী সাধনা মন্ডল (৩৭), শ্বশুর আশীষ মন্ডল (৫০), ঢাকার মিরপুরের রফিকুল ইসলাম শামীম (৪৬), তার স্ত্রী লুৎফুন নাহার সুমি (৩৫), বড় মেয়ে আনিসা (১৬), ছোট মেয়ে লিয়ানা (০৮), ভাগিনা তানিফা ইয়াসমিন (১৬), মামা মুক্তার হোসেন (৬০) ও মাইক্রোবাস চালক ইউসুফ আলী (৫৫)।
এদের মধ্যে আশীষ ও আনীষার মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা সারাবাংলাকে জানান, মাইক্রোবাসে যারা ছিলেন, তিনজন ছাড়া বাকি সবাই মারা গেছেন। আহত তিনজনও কথা বলার মতো পরিস্থিতিতে ছিলেন না। তাই তাদের পরিচয় শনাক্ত করতে বেশি সময় লেগেছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকালে লোহাগাড়া উপজেলার চট্টগাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামমূখী রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সাতজন। পরে আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেলে দুজন ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়।
এদিন বিকেলে লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়ায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় মুক্তিযুদ্ধ উপদেষ্টা সেখানকার সড়কের অসঙ্গতি চিহ্নিত করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
তিনদিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একই স্থানে এটা ছিল দ্বিতীয় বড় কোনো দুর্ঘটনা। সবশেষ ঈদের দিন সকালে জাঙ্গালিয়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন।
সারাবাংলা/আইসি/পিটিএম