‘যারা ৭১-কে অস্বীকার করে, তাদের ভোটে দাঁড়ানোর অধিকার নেই’
২ এপ্রিল ২০২৫ ২৩:২৩
নোয়াখালী: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে দেশ স্বাধীন হয়েছে। যারা একাত্তরকে অস্বীকার করে, যারা ত্রিশ লাখ শহিদের রক্তকে অস্বীকার করে, তারা বাংলাদেশের স্বপক্ষের শক্তি নয়, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই, বাংলাদেশে ভোটে দাঁড়ানোর অধিকার নেই।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে নছিমা আলম উচ্চ বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘অনতিবিলম্বে ড. ইউনূস নির্বাচনের রোডম্যাপ দিবেন, যেমনিভাবে ৯০ এর গণঅভুত্থানের পর বিচারপতি সাহাব উদ্দিন অতিদ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।’
তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফাগুলো রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র সংস্কারের জন্য। বাংলাদেশের ইতিহাসে এরকম প্রস্তাব গত ৫৪ বছরে কোনো রাজনৈতিক দল দিতে পারেনি। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে এই প্রস্তাব ঘোষণা করেছি।’
এ সময় স্থানীয় বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/পিটিএম