Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা ডেল রের ফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২৫ ০৯:০১ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৬

গোলের পর তোরেসের উল্লাস

অলিম্পিক স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগ নাটকীয়ভাবে ড্র হয়েছিল ৪-৪ গোলে। দ্বিতীয় লেগে জিতলেই ফাইনালে, বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নেমেছিল এমন সমীকরণকে সামনে রেখেই। প্রতিপক্ষের মাঠে ফেরান তোরেসের একমাত্র গোলে কোপা ডেল রের ফাইনালে পৌঁছে গেছে বার্সা। ফাইনালের ক্লাসিকোতে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

মেট্রোপলিটন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ সাজিয়েছে বার্সা। তবে ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হচ্ছিল না তাদের। অবশেষে ডেডলক ভাঙে ২৭ মিনিটে। লামিন ইয়ামালের অ্যাসিস্টে দারুণভাবে বল আয়ত্তে নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। এবারের আসরে এটি তার ৫ম গোল, যা এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

হাফ টাইমের আগে দুই দল অগোছালো ফুটবল খেললে তেমন একটা গোলের সুযোগ আসেনি। এক গোলের লিড দিয়েই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি সুযোগ এসেছিল অ্যাটলেটিকোর সামনে। তবে বার্সা রক্ষণভাগ ও কিপার সেজনির দারুণ কিছু সেভে গোল হজম করেনি তারা। অনেক চেষ্টার পরেও ম্যাচে আর সমতা আনতে পারেনি অ্যাটলেটিকো। ম্যাচে আর গোল পায়নি বার্সেলোনা ফরোয়ার্ডরাও।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে পা রাখে বার্সা। দুই লেগ মিলিয়ে তারা জিতেছে ৫-৪ ব্যবধানে। ২৬ এপ্রিল সেভিয়ার এস্তাডিও লা কারতুজা স্টেডিয়ামে এল ক্লাসিকোকে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ১১ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

সারাবাংলা/এফএম

অ্যাটলেটিকো মাদ্রিদ কোপা ডেল রে বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর