Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়া সফায়েতসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ০৯:৩৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১২:৫৬

শাফায়েত খান।

সিলেট: সিলেট নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়া শাফায়েত খানসহ আট জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ২টার দিকে মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম তাদের আটকের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- পুর্ব পাঠানটুলার লন্ডনী রোড এলাকার হাফিজ খানের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডার শাফায়েত খান (৩৪), সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের রাহাত নুরের ছেলে জহিরুল ইসলাম (১৯), সুনামগঞ্জের দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামের জালাল আহমদের ছেলে সোহেল আহমদ সানী (১৮), সিলেটের টুকেরবাজার নালিয়া এলাকার রমনী মোহন করের ছেলে রবিন কর (২৩), নাইওরপুল এলাকার বাসিন্দা ফারুক আহমদের ছেলে ফাহিম আহমদ (২৩), শামীমাবাদ এলাকার নুর মিয়ার ছেলে রাজন আহমদ রমজান (২৩), পাঠানটুলা এলাকার আমির খান গলির মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল (৫০) এবং খাদিমপাড়া এলাকার মতিন মিয়ার ছেলে সোয়েব আহমেদ (২৫)।

জানা যায়, বুধবার (২ মার্চ) নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। ১৫/২০ জনের একটি দল মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তার নামে স্লোগান দিতেও শোনা যায়।

সারাবাংলা/ইআ

আটক ৮ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর