এক ম্যাচে দুই সেঞ্চুরি, নারী ক্রিকেটে ভারতীয় ব্যাটারের ইতিহাস
৩ এপ্রিল ২০২৫ ১০:৫১
বিশ্বজুড়ে নারী ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্ট হয় কালেভদ্রে। সেখানে সেঞ্চুরি করাটাই যেন বিশাল ব্যাপার। এবার ভারতীয় নারী ক্রিকেটে দেখা গেল অবিশ্বাস্য এক ঘটনা। এক ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করে ভারতের তনুশ্রী সরকার নাম লিখিয়েছেন রেকর্ডবুকে। নারী ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে হবে এক ম্যাচে দুই সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তিনি।
ভারত ও বাংলাদেশেই শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে নারীদের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেখানেও অবশ্য ছেলেদের তুলনায় অনেক কম ম্যাচ খেলার সুযোগ পান নারীরা।
ভারতের উইমেন্স মাল্টি-ডে চালেঞ্জার্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ‘এ’ ও ‘সি’ দল। তিন দিনের এই ম্যাচে ‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে ২৭৮ বলে তনুশ্রী করেছিলেন ১৫৩ রান। দ্বিতীয় ইনিংসেও তিন অংক ছুঁয়েছেন তিনি। এই ইনিংসে ১৮৪ বলে করেছেন ১০২ রান।
দুই ইনিংসে সেঞ্চুরি করেই নতুন ইতিহাস গড়লেন ২৬ বছর বয়সী তনুশ্রী। নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচে দুই সেঞ্চুরির ঘটনা এটাই প্রথম।
তনুশ্রী এখনো ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেননি। ২০১৬ সালে ক্রিকেটে অভিষেক হওয়া তনুশ্রী এখন পর্যন্ত ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।
সারাবাংলা/এফএম