বিএনপির দু’গ্রুপে সংঘর্ষের ১২ দিন পর গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ ১২:২৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষের ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
মো. জিহাদ (২৭) নামে ওই যুবক নগরীর লালখান বাজার এলাকার বাসিন্দা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার হোসেন জানান, জিহাদ পায়ে গুলিবিদ্ধ এবং পেটে ছুরিকাঘাতে আহত হয়েছিলেন। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।
গত ২১ মার্চ রাতে নগরীর খুলশী থানার লালখানবাজার কুসুমবাগ এলাকায় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ হয়েছিল। এতে চারজন আহত হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দু’গ্রুপে গোলাগুলি ও মারামারির ঘটনা ঘটেছিল।
ওই ঘটনার পরপর খুলশী থানার ওসি মুজিবুর রহমান প্রত্যাহার করা হয়েছিল।
সারাবাংলা/আরডি/এমপি