Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের চতুর্থ দিনে বন্ধ অধিকাংশ দোকান-পাট, ভিড় রেস্টুরেন্টে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ১৩:০২ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৩:১৬

রেস্টুরেন্টগুলোতে মানুষের ভিড়। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী জুড়ে এখনো ঈদের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ঘোরাঘুরি। এ সময়ে দোকান, শপিং মল বন্ধ থাকলেও ঈদের পরদিন থেকে খোলা খাবারের দোকান। এসব দোকানে ঈদ স্পেশালসহ নানা নতুন খাবারেরও আইটেম রেখেছেন। তাই অনেকেই পরিবার পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন খাবারের দোকানে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজধানীর মতিঝিল থেকে মিরপুর এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ খাবারের দোকানই খোলা। খোলা দেখা গেছে বেইলি রোড, ওয়ারি, গুলশান বনানী এলাকার নামী দামী খাবারের দোকানও। আর এসব দোকানে দুপুর, সন্ধ্যা আর রাতে থাকে ক্রেতাপূর্ণ।

বিজ্ঞাপন

বন্ধ রয়েছে অধিকাংশ দোকান-পাট। ছবি: সারাবাংলা

মিরপুর পল্লবী এলাকার পশ ক্যাফেতে দেখা গেল দুপুরে খাবারের আসন দেওয়ার জায়গা নেই। একই অবস্থা খানাজ, বওয়েল, কেএফসি, বিএফসি, বার্গার কিংয়ের মতো প্রতিটি দোকানে।

পরিবার পরিজন নিয়ে খেতে এসেছেন সকলে। সেখানে কথা হয় ওয়াসিম হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘মিরপুর ১১ নম্বরে থাকেন। তিনি তার পুরো পরিবার নিয়ে এখানে দুপুরের খাবার খেতে এসেছেন।’

তিনি বলেন, ‘বছরের অন্য সময়গুলোতে পরিবারকে এত সময় দিতে পারি না। ঈদ উপলক্ষ্যে দীর্ঘ দিনের ছুটি পাওয়া গেছে। তাই বাবা মা বোন ভাই স্ত্রী, সন্তান নিয়ে দুপুরে খেতে এসেছি।’

দোকানের ম্যানেজার ইমরান বলেন, ‘ঈদের আগে মানুষ কেনাকাটায় ব্যস্ত থাকে। পুরা রোজার মাসে আমাদের বিক্রি একেবারেই কম থাকে। তাই আমাদের ওভাবে ঈদের ছুটি নেই। ঈদের পরদিন থেকেই আমাদের দোকান খোলা।’

একই কথা বলেছেন খানাসের কর্মী সুমন শেখ। বলেন, ‘আমরা আসলে ঈদের পরে পালা করে ছুটি নেই। কারণ ঈদের পরদিন থেকেই রেস্টুরেন্ট খুলতে হয় এবং কাস্টমার বেশি থাকে।’

বিজ্ঞাপন

ফাস্টফুড, চাইনিজ খাবারের দোকানগুলোর পাশাপাশি ভিড় লেগে আছে সাধারন হোটেলগুলোতেও। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের হিরাঝিল হোটেলে বারোমাসই ক্রেতাপূর্ন থাকে। রোজার দিনগুলোতেও অন্য দোকানের চেয়ে এই দোকানের ক্রেতা বেশি থাকে। এখানকার চাইনিজ রেস্ট্রুরেন্ট চিকেন ইয়ার্ড, ঘরোয়াতেও ক্রেতা সমাগম। ওইদিকে ওয়ারির প্রায় প্রতিটি রেস্টুরেন্টই খুলেছে। সেখানেও মানুষ খেতে ভিড় জমাচ্ছেন। খুলেছে বেইলী রোডের খাবার দোকান, ফুডকোর্ট। মানুষ ঘুরে বেড়াচ্ছেন, কিনছেন খাচ্ছেন।

এদিকে এখনো বন্ধ রাজধানী ঢাকার অধিকাংশ শপিং মল। আগামী ১৪ এপ্রিল বাংলা বর্ষবরনকে কেন্দ্র করে ছোট খাটো কিছু পোশাকের দোকান আজ বৃহস্পতিবার থেকে খুললেও বড় বড় মলগুলো বন্ধই আছে। যেসকল দোকাণ খুলেছে সেসব দোকানে ক্রেতা নেই বললেই চলে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী রোববার থেকে ধীরে ধীরে মানুষ ঢাকায ফিরতে শুরু করলে ক্রেতা বাড়বে। সে অবধি অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, এবার ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি পেয়েছেন কর্মজীবিরা। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে কয়েক লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এরই মধ্যে ঢাকা ফিরতেও শুরু করেছেন কেউ কেউ। তবে সে সংখ্যা নেহাতই কম। আগামী ৬ এপ্রিল খুলে যাচ্ছে সকল অফিস আদালত।

সারাবাংলা/জেআর/এমপি

ঈদ দোকান পাট রেস্ট্রুরেন্ট