Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার থেকে ফের টিসিবির চাল বিক্রি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ১৪:০৬ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৮:০২

ছবি: সয়ারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ থাকার পর রোববার (৬ এপ্রিল) থেকে চাল বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। সংস্থাটি পরিবারের কার্ডের মাধ্যে নিম্ম আয়ের মানুষের জন্য পরিবেশক বা সরবরাহকারী দোকানের মাধ্যমে খাদ্য অধিদফতরের সাশ্রয়ী এ পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে।

স্মার্ট কার্ড ছাড়া সব শ্রেণির মানুষের জন্য ট্রাকে করেও তেল, ডাল, চিনি বিক্রি করে টিসিবি। আবার খোলাবাজারে বিক্রি বা ওএমএস কর্মসূচির আওতায় ট্রাকে করে সাশ্রয়ী দামে চাল ও আটা বিক্রি করে খাদ্য অধিদফতর।

বিজ্ঞাপন

টিসিবির তথ্যানুযায়ী, প্রতিদিন রাজধানীর ৫০টি স্থানে, চট্টগ্রাম নগরীর ২০ স্থানে এবং বিভাগীয় শহরগুলোর পাশাপাশি শ্রমঘন জেলায় ট্রাকে পণ্য বিক্রি করে টিসিবি। টিসিবির প্রতিটি ট্রাকে ২০০ জনের পন্য থাকে। যদিও টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে এই সংখ্যক মানুষের চেয়ে অনেক বেশি মানুষ থাকে। তথ্য মতে, সবশেষ গত ২৭ মার্চ পর্যন্ত সাশ্রয়ী দামে পণ্য বিক্রি কার্যক্রম চালানো হয়। সরকারি ছুটি শেষে আগামী রোববার (৬ এপ্রিল) থেকে আবারও তাদের নিয়মিত কার্যক্রম শুরু করা হবে।

উল্লেখ্য, বর্তমানে সারাদেশে প্রায় ৬০ লাখ পরিবারের মধ্যে স্মার্ট কার্ডের মাধ্যমে প্রতি মাসে পন্য বিক্রি করে টিসিবি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ১ কোটি কার্ডের মাধ্যমে এই পন্য বিক্রি করা হতো। বর্তমান অন্তবর্তী সরকার আসার পর যাচাই-বাছাই শেষে ভুয়া ও অযোগ্য কার্ডধারী বাদ দিয়ে বর্তমানে ৬০ লাখ কার্ডধারীকে এই সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন করে উপকারভোগী চিহ্নিত করে নতুন স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমও চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনজে

চাল টিসিবি বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর