Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনের দাবি দেশের আপামর জনসাধারণের’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ১৬:০৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৬:৩৭

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের দাবি দেশের আপামর জনসাধারণের। ১৪, ১৮ ও ২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। যে কারণে ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশের জনগণ আন্দোলন করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষ্যে আয়োজিত মিট দ্যা প্রেসে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সরকার ব্যার্থ হলে শহিদের রক্ত বৃথা যাবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় শহিদরা রক্ত দিয়েছেন, সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। যৌক্তিক সময়ে সরকার প্রদক্ষেপ নিবে, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশের জনগণ ভোট প্রয়োগ করবে এটাই সকলের প্রত্যাশা।’

এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

আপামর জনসাধারণ টাঙ্গাইল নির্বাচনের দাবি বিএনপি বিএনপির প্রচার সম্পাদক সারাবাংলা সুলতান সালাউদ্দিন টুকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর