ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪২ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৭:৩১
ঠাকুরগাঁও: ফুপুর বাড়িতে বেড়াতে গিয়ে সাপের কামড়ে ঠাকুরগাঁও পৌর শহরের সরকারপাড়া মহল্লায় ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও পৌরশহরের সরকারপাড়া মহল্লার জামে মসজিদে জানাজার নামাজ শেষে শিশুটিকে দাফন করা হয়। এর আগে বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু অর্ণব (৭) সরকারপাড়া মহল্লার ইব্রাহীম আলীর ছেলে। ইব্রাহীম আলী ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত এবং মা একজন ব্যাংকার।
পরিবারের সদস্যরা জানায়, বুধবার বিকালে পরিবারের সদস্যদের সঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাঘের হাট এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যায় অর্ণব। সে পটকা ফুটানোর জন্য বাড়ির পাশে যায়। এ সময় তার হাতে থাকা দিয়াশলাই গর্তের মধ্যে পড়ে যায়। পরে দিয়াশলাইটি হাত ঢুকিয়ে গর্ত থেকে বের করতে গেলে সেখানে থাকা বিষধর সাপ হাতে কামড় দেয়। পরে শিশুটি ব্যাথা অনুভব করলে পরিবারে সদস্যদের জানায়। বিষয়টি সেভাবে গুরুত্ব না দেওয়ায় এক পর্যায়ে তার শরীরে বিষক্রিয়া বাড়তে থাকে এবং ধীরে ধীরে নিস্তেত হতে থাকে।
স্থানীয়রা এলাকার এক ওঝার কাছে নিয়ে যায়। কিন্ত পরে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঠাকুরগাঁও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটিকে হাসপাতালে আনতে পরিবারের সদস্যরা অনেক দেরী করে ফেলেছে। এক্ষেত্রে মানুষকে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুর আলম বলেন, ‘শিশুটিকে শেষ মূহুর্তে নিয়ে আসা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে রোগীকে হাসাপাতালে নিয়ে আসতে হবে।’
সারাবাংলা/এমপি