Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ জুলাই ঝটিকা সফরে কক্সবাজার আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী


২৪ জুন ২০১৮ ২০:১২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সাবু আগামী ৪ জুলাই একদিনের ঝটিকা সফরে কক্সবাজার আসছেন। মূলত কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবিরে মালয়েশিয়ার চিকিৎসকসহ যে সকল স্বেচ্ছাসেবী কাজ করছেন তাদের উৎসাহ দিতে মোহাম্মদ সাবু কক্সবাজার সফর করবেন বলে জানা গেছে একাধিক কূটনৈতিক সূত্রে।

এদিকে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সাবু রোববার (২৪ জুন) দেশটির গণমাধ্যম কর্মীদের বলেন, রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ৬০ জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী কক্সবাজারে অক্লান্ত পরিশ্রম করছে। দরিদ্র, নির্যাতিত এবং অসহায় এই জনগোষ্ঠীকে সেবা দিতে গিয়ে আমাদের (মালয়েশিয়ার) কর্মীরা প্রচুর কষ্ট করছে। তাই তাদের কাজে উৎসাহ দিতে আমিসহ ৩০ জন আগামী ৪ জুলাই কক্সবাজার সফর করব।

রাষ্ট্রীয় উড়োজাহাজ রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স এয়ারক্রাফটে চড়ে প্রতিনিধি দলটি কক্সবাজার সফরে আসবেন, এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সাবু বলেন, সফরে আমরা আরও চিকিৎসা ও স্বাস্থ্যসেবার উপকরণ নিয়ে যাবো। বিশেষ করে আমাদের যেসব কর্মী সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে তাদের জন্য তাবু নিয়ে যাবো।

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর