Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরায় নারী সাংবাদিক হেনস্থার ঘটনায় গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ১৯:০০ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ২২:৩৫

গ্রেফতার সোয়েব রহমান জিশান, মো. রাইসুল ইসলাম ও মো. কাউসার হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় নারী সাংবাদিককে হেনস্থার ঘটনার আলোচিত প্রধান অভিযুক্তসহ তিনজনকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— সোয়েব রহমান জিশান (২৫), মো. রাইসুল ইসলাম (২১) ও মো. কাউসার হোসেন (২১)।

এর আগে বুধবার (২ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌনহয়রানি সংক্রান্ত একটি ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি র‍্যাব-৩ এর নজরে এলে তাৎক্ষণিক গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু হয়।

এমনকি এ বিষয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ২০০৩) একটি মামলা দায়ের করা হয়। মামলায় উল্লিখিত এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অভিযুক্তদের গ্রেফতারের জন্য র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-৩ এর একাধিক গোয়েন্দা ও অপারেশনাল টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে।

গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে (২৫) বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা হতে গ্রেফতার করা হয়। এর পর তার দেওয়া তথ্যানুযায়ী রাজধানীর রমনা থানাধীন বেইলি রোড এলাকা হতে মো. রাইসুল ইসলামকে (২১) গেন্ডারিয়া এলাকা হতে মো. কাউসার হোসেনকে (২১) সকালে গ্রেফতার করা হয়।

রমনা থানা সূত্রে যায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংল/ইউজে/পিটিএম

গ্রেফতার টপ নিউজ নারী সাংবাদিক হেনস্থা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর