Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্যাংকলরির চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ১৯:৫২ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ২২:৩৪

ট্যাংকলরির চাপায় দুমড়ে-মচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া ট্যাংকলরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা-পাবনা মহাসড়কে পূর্বদেলুয়া ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উল্লাপাড়া উপজেলার আলোকদিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোরিকশাচালক শরিফুল ইসলাম (৩২), ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৫)।

আহতদের নাম-পরিচায় জানা সম্ভব হয়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, বিকেলে হাটিকুমরুল গোলচত্বর থেকে ছেড়ে আসা অটোরিকশা উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরির চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্যাংকলরি জব্দ করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসআর

ট্যাংকলরির চাপায় নিহত সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর