রহস্যজনকভাবে গৃহবধূ নিখোঁজের ঘটনায়, গ্রেফতার ৭
৩ এপ্রিল ২০২৫ ২১:৩৪
পটুয়াখালী: জেলার কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামে তিন সন্তানের জননী গৃহবধূ আখি আক্তার (৩৫) বসতঘর থেকে রসহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ এপ্রিল) রাতে স্বামী, দেবর, ননদ ও ভাগিনাসহ সাতজনকে গ্রেফতার করে। মঙ্গলবার (১ এপ্রিল) গৃহবধূ আখি নিখোঁজ হয়।
আখির স্বামী আলমগীরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঈদ উপলক্ষ্যে বাড়িতে মেহমান ছিলো। সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। মেহমান বেশি থাকায় স্বামী আলমগীর সিকদার তার তিন সন্তানের দুইজনকে নিয়ে তার ভাইয়ের ঘরে ঘুমান। আখি তার ননদের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ননদ জেগে তাকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন ঘরের পেছনের দরজা খোলা। মেঝেসহ দরজার পথ ধরে বাড়ির সামনে পর্যন্ত রক্ত পড়ে আছে।
এ ঘটনায় নিখোঁজ গৃহবধূ আখির নবম শ্রেণির মাদরাসা পড়ুয়া ছেলে আসাদুল সিকদার ৯৯৯ এ কল দেয়। পরে পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী, দেবর, ননদ ও ভাগিনাসহ সাতজনকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর