খুলনার বড় বাজারে আগুন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫
খুলনা: খুলনায় একটি পরিত্যাক্ত ভবনের দ্বিতীয় তলায় অাগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন কাজ করছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সোয়া ৮ টার দিকে নগরীর বড় বাজারের ডেল্টা ঘাটে এ আগুন লাগে।
বয়রা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার স্বাধীন বলেন, ‘রাতে বড় বাজারের ডেল্টা ঘাট এলাকার একটি পরিত্যাক্ত ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ওই ভবনের নিচতলায় কয়েকটি দোকান আছে।’
তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের ব্যাপ্তি নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এখনও তারা স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ করে যাচ্ছে।’
সারাবাংলা/পিটিএম