Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ২২:৫৩

খুলনা জেলার ম্যাপ। ছবি: সংগৃহীত

খুলনা: জেলার ফুলতলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশারকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ফুলতলার খুলনা-যশোর মহাসড়কের সুপার ব্রিকসের সামনে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাতে আবুল বাশার মোটরসাইকেলে করে ফুলতলা বাজার থেকে বেজেরডাঙ্গায় নিজের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে সুপার ব্রিকসের সামনে তাকে লক্ষ্য করে হাত বোমা ছাড়া হয়। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন।

ঘটনার পর খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯ টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/পিটিএম

ইউপি চেয়ারম্যান খুলনা বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর