Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পর্তুগাল করেসপনডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ০৮:৫৩ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৪:৫১

পরিচয় পত্র পেশকালে নব নিযুক্ত রাষ্ট্রদূত এম মাহফুজুল হক ও পর্তুগালের রাষ্ট্রপতি। ছবি: সারাবাংলা

পর্তুগাল: বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূত এম মাহফুজুল হক পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সূজা ’র নিকট তার পরিচয় পত্র পেশ করেছেন।

প্যালাসিও দ্যা বেলেমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি পরিচয় পত্র পেশ করার মাধ্যমে অফিসিয়ালি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রাষ্ট্রদূত মোটর শোভাযাত্রা সহযোগে ‘বাংলাদেশ ভবন’ হতে প্রথমে প্রাসা দো ইম্পেরিও (জেরোনিমোস)-এ প্রথম গার্ড অব অনার গ্রহণ করেন। পরবর্তীতে ‘প্যালাসিও দ্যা বেলেম’ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং এ সময় বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এ সময় নব নিযুক্ত রাষ্ট্রদূত এম মাহফুজুল হককে গার্ড অব অনার প্রদান করা হয়। ছবি: সারাবাংলা

পর্তুগালের রাষ্ট্রপতির নিকট আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদানকালে সিভিল হাউসের প্রধান ফার্নান্দো ফুর্তুয়োসো দে মেলো, রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা মারিয়া আমেলিয়া মাইও দ্যা পাইভা, পররাষ্ট্র সচিব ড. নুনো সাম্পাইও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারী জেনারেল রাষ্ট্রদূত ফ্রান্সিসকো রিবেইরো তেলেস উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র পেশের পর পর্তুগিজ রাষ্ট্রপতি ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত এম মাহফুজুল হক পর্তুগালের রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং মাননীয় পররাষ্ট্র ‍উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এর শুভেচ্ছা পৌঁছে দেন।

বিজ্ঞাপন

পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সূজা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-কে তার শুভেচ্ছা জানান।

দেশটির রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ করে বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর আলোকপাত করেন। তিনি পর্তুগালের অর্থনৈতিক উন্নয়নে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন। পর্তুগালে দায়িত্ব পালনের সময় তিনি রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সূজার সঙ্গে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। ছবি: সারাবাংলা

রাষ্ট্রদূত বাংলাদেশ ও পর্তুগাল এর মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পর্তুগিজ রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পর্তুগাল সফরের জন্যও আমন্ত্রণ জানিয়েছেন পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সূজা।

সারাবাংলা/এসডব্লিউ

পর্তুগাল পর্তুগালে নব নিযুক্ত রাষ্ট্রদূত এম মাহফুজুল হক পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর