Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সের ওভারভিলায় বাংলাদেশি মসজিদের উন্নয়নে আলোচনা

ফ্রান্স করেসপনডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ০৯:০৪ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০৯:০৬

ভারভিলার সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়রের সঙ্গে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ। ছবি: সারাবাংলা

ফ্রান্স: ফ্রান্সের ওভারভিলা বাংলাদেশ কমিউনিটি জাতীয় জামে মসজিদের আধুনিকায়ন, নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে ওভারভিলার সিটি করপোরেশনের ডেপুটি মেয়র সঙ্গে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ ‘র একান্ত আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দীর্ঘ আলোচনা শেষে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে মসজিদের উন্নয়ন ও আধুনিকায়ন এবং নিরাপত্তা বিষয়ে একমত হন ডেপুটি মেয়র।

বিজ্ঞাপন

এ সময় কাজী এনায়েত উল্লাহ ইনু ডেপুটি মেয়রকে মসজিদে এসে জুম্মার নামাজের পূর্বে মুসল্লিদের সঙ্গে মত বিনিময়ের আহ্বান জানালে প্রতি উত্তরে ডেপুটি মেয়র বলেন, ‘খুব শীঘ্রই জুম্মার নামাজে দেখা হচ্ছে মুসল্লিদের সঙ্গে। মসজিদের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য সিটি করপোরেশনের প্রশাসনিক ভূমিকা রাখতে হবে। তাই আজ তার সঙ্গে একান্ত আলোচনায় আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। প্রবাসী বাংলাদেশিদের এবং মুসল্লিদেরকে বিষয়টি অবগত করার জন্যই তাকে মসজিদে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং মসজিদে আসবেন মুসল্লিদের সঙ্গে মত বিনিময় করবেন।’

তিনি আরও বলেন, ‘সকলের মতামতের ভিত্তিতে এবং সুপরামর্শ ও সহযোগিতায় মাধ্যমে মসজিদের আধুনিকায়নের কাজ করা হবে। স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে তিনি কবে জুম্মার নামাজে আসবেন তা মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে সকলকে জানানো হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

ওভারভিলা বাংলাদেশ কমিউনিটি জাতীয় জামে মসজিদ ওভারভিলার সিটি করপোরেশন ফ্রান্স মসজিদের আধুনিকায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর