Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় অবৈধ পাইপ লাইন অপসারণের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ০৯:২১

খোলপেটুয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে।

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে পাউবোর বেড়িবাঁধের নিচে লবণ পানি উত্তোলনে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারণে মোবাইল কোর্ট পরিচালনার করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়কে নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

বৃহস্পতিবার (৩ মার্চ) আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটে খোলপেটুয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের সময় এ নির্দেশ দেন তিনি।

এ সময় সাতক্ষীরার আশাশুনির বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সেনাবাহিনীর কর্নেল নাবিদ, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাও. আজিজুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ মাও. মুহাদ্দিস রবিউল বাশার, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা ২ এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাও. নুরুল আফসার মোর্তজা, সেক্রেটারি মাও. আনওয়ারুল হক প্রমুখ।

সারাবাংলা/এসডব্লিউ

অবৈধ পাইপ লাইন অপসারণের নির্দেশ