Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের পঞ্চম দিনে কুয়াকাটায় লাখো পর্যটকের সমাগম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ১৪:৩৩

সমুদ্রসৈকতে মানুষের ভিড়। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: ঈদের ছুটি উদযাপনকে কেন্দ্র করে ঈদের পঞ্চম দিনে পটুয়াখালীর কুয়াকাটায় সমাগম ঘটেছে লাখো পর্যটকের। আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে হই-হুল্লোরে মেতেছেন।

সমুদ্র সৈকতে দেখা যায়, অনেকে সমুদ্রের নোনা জলে সাতার কেটে, অনেকে সমুদ্রের বালিতে ফুলবল নিয়ে, অনেকে আবার মেতেছেন জলকেলিতে। শিশু পর্যটকরা মেতেছেন বালু খেলায়। এছাড়া অনেকে আবার স্প্রিড বোড, ওয়াটারবাইক, ঘোড়া এবং মোটরসাইকেলে ঘুরে দেখছেন সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত। অনেকে আবার সৈকতে বসে উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য। আগতদের ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

বিজ্ঞাপন

নড়াইল থেকে আসা সোহেল বলেন, একই জায়গায় দাঁড়িয়ে আমরা সূর্য উদয় সূর্য অস্ত দেখেছি যা পৃথিবীর কম জায়গায় দেখা যায়।’

ঢাকা উত্তরা থেকে আসা নাসরি জাহান বলেন, ‘গঙ্গামতি সৈকত আমাকে মুগ্ধ করেছে।’

খুলনা থেকে আসা রিক্তা বলেন, ‘কুয়াকাটার পর্যটন স্পটে যাতায়াতের সড়কের উন্নয়ন হওয়ায় আমরা সব স্পট উপভোগ করতে পেরেছি।’

কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরিফ বলেন, কুয়াকাটার আড়াই শতাধিক হোটেল মোটেলে শতভাগ বুকিং হয়ে গেছে। পর্যটকের ভিড় এ বছর রেকর্ড পরিমাণ।

কুয়াকাটা জোনের ট্যুরিষ্ট পুলিশের ইন্সপেক্টর তাপস বলেন, পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।

সারাবাংলা/এমপি

কুয়াকাটা কুয়াকাটা সমুদ্রসৈকত পর্যটন সমুদ্রসৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর