Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজু মেলা’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ১৪:৪০

বিজু মেলার আমন্ত্রণপত্র ও সময়সূচি।

ঢাকা: ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজু মেলা ২০২৫। আগামী ৯, ১০ ও ১১ এপ্রিল তিন দিনব্যাপী বিজু, বৈসু ও চৈত্র সংক্রান্তি উৎসব উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে বিজু মেলার আমন্ত্রণপত্র ও সময়সূচির দুটি ছবি শেয়ার করেছেন।

তিন দিনব্যাপী মেলায় বিভিন্ন অতিথিদের উপস্থিতিতে থাকবে বর্ণাঢ্য আয়োজন। মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, পার্বত্য হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন বিক্রয় ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য উদ্যোগ।

মেলার স্থান নির্ধারণ করা হয়েছে মিরপুর ১৩ নম্বরের শাক্যমুনি বৌদ্ধ বিহার ঢাকা। এই আয়োজনের মূল দায়িত্বে রয়েছে ‘ঢাকাস্থ্য পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’।

চৈত্র সংক্রান্তিতে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ীরা। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর এ উৎসব তিনটি আলাদা নামে হলেও সমতলের মানুষের কাছে তা বৈসাবী নামে পরিচিত।

লেখাপড়া ও কর্ম ব্যস্ততার জন্য ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর একটা অংশ ঢাকাতেও থাকে। তাদের অংশগ্রহণেই এবার ঢাকাতেও বৈশাবী আয়োজন করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বিজু উৎসব সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর