Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ১৫:৫৩ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৭:২৬

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী মারা গেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসায় মারা যান তিনি। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার জানাজার সময় এখনও নির্ধারণ হয়নি।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন যুগশ্রেষ্ঠ বুজুর্গ মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট ছেলে।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, জামিয়া নুরিয়া ইসলামিয়ার পরিচালক এবং আম্বরশাহ শাহি জামে মসজিদের প্রধান খতিব ছিলেন।

সারাবাংলা/এফএন/এমপি

আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বাংলাদেশ খেলাফত আন্দোলন মৃত্যু হেফাজতে ইসলাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর