ঢাকা: নীলফামারীর ডোমারে সাংবাদিক হত্যা চেষ্টার সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডট নেট এর নীলফামারী ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট রাশেদুল ইসলাম আপেলকে মোবাইলে হুমকি দিয়েছে অজ্ঞাত এক সন্ত্রাসী। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন। করা হয়েছে সাধারণ ডায়েরি (জিডি)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সাংবাদিক আপেলের ব্যক্তিগত মোবাইল ফোনে অপরিচিত নম্বর (০১৯৪৬ ৫৫৮৪৫৭) থেকে হুমকি দেওয়া হয়। হুমকির ঘটনায় নিরাপত্তা শঙ্কায় কল রেকর্ডসহ থানায় জিডি করেছেন সাংবাদিক আপেল।
সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল নীলফামারী সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক।
জানা গেছে, সম্প্রতি দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় যে ব্যক্তি সাংবাদিক রাজাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নিয়ে যায় তার নাম প্রকাশ করে সংবাদ প্রকাশ করায় সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট আপেলকে অশ্রাব্য শব্দ ব্যবহার করে গালাগালিগালাজ করে ও দেখে নেওয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। নিরাপত্তার আশঙ্কায় থাকা সাংবাদিক আপেল হুমকির কল রেকর্ডসহ ডোমার থানায় জিডি করেন।
এ বিষয়ে ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। সাংবাদিক আপেলের দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি এবং সংশ্লিষ্ট কল ও হুমকির উৎস শনাক্ত করতে কাজ করছি।’
নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসীন মো. সিথুন, সারারণ সম্পাদক রিপন ইসলাম শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।