নিখোঁজের ৪১ ঘণ্টা পর নদী থেকে শিশু মালিহার মরদেহ উদ্ধার
৪ এপ্রিল ২০২৫ ১৬:৪৯
বরিশাল: বরিশালের বানারীপাড়ায় মা-বাবার সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু মালিহার (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ৪১ ঘণ্টা পর শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার বাইশারি ইউনিয়নের বুড়িহারি এলাকায় ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে বুধবার দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের জম্বদ্বীপ হ্যালিপ্যাড সংলগ্ন খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় মালিহা।
মালিহা ওই এলাকার মৎস্যজীবী মো. রাসেলের মেয়ে। সে স্থানীয় জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, জোয়ারের স্রোতে মালিহা তলিয়ে গেলে বাবা-মা ও দুই খালা তাকে উদ্ধারে খালে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তাৎক্ষণিক তাকে উদ্ধার করা যায়নি। পরে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযান শুরু করলেও তার কোনো সন্ধান পায়নি।
বৃহস্পতিবার দিনভর সন্ধ্যা নদী ও লাগোয় ওই শাখা খালে কয়েকটি ট্রলার নিয়ে স্বজনরা মালিহার মরদেহের খোঁজ করলেও কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে সন্ধ্যা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
শিশু মালিহার মামা পলাশ খান জানান, চাঁদপুরের মতলব উপজেলার লক্ষ্মীপুর গ্রামে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।
সারবাংলা/এসআর