Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত ভাড়া আদায়ে চার বাস কাউন্টারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৯:১২

সিরাজগঞ্জ: ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের চারটি বাস কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

আফিফান নজমু সাংবাদিকদের জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ঢাকা রুটে চলাচলকারী এসআই পরিবহন কাউন্টারকে ১২ হাজার, অভি এন্টারপ্রাইজকে ৫ হাজার, সেবা লাইনকে ১২ হাজার ও জেনিন বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএস

ঈদ ফিরতি ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর