Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার এক্সপ্রেসের নিচে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ১৭:১৬ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ২২:৪২

– ছবি : প্রতীকী

চট্টগ্রাম ব্যুরো: জেলার সাতকানিয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এক যুবকের (৩০-৩২) মৃত্যু হয়েছে। তবে নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার রেললাইনের সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম সারাবাংলাকে জানান, শুক্রবার ভোরে সাতকানিয়া স্টেশন এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশের আশেপাশে কোনো মোবাইল বা পরিচয়পত্র না পাওয়ায় তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

ওই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। রেলওয়ে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।

সারাবাংলা/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর